হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি ল্যাপটপকে ফাস্ট করা যায়। ধৈর্য সহকারে সম্পন্ন আর্টিকেলটি পড়ুন অবশ্যই উপাকার হবে। 

ল্যাপটপ স্লো হলে করণীয় কি?
ল্যাপটপ স্লো হলে করণীয় কি?

একটি নতুন ল্যাপটপ ক্রয় করার পরে সেটি বাড়িতে আনলে যখন চালায় তখন যে স্পিড পাওয়া যায় পরবর্তীতে  ধীরে ধীরে ল্যাপটপটি পুরাতন হলে তখন এটা আস্তে আস্তে স্লো হতে শুরু করে।

কি কি কারণে ল্যাপটপ হতে পারে


তাহলে চলুন জেনে নেই প্রথমে কি কি কারণে ল্যাপটপ স্লো হতে পারে। একটি নতুন লেপটপ ক্রয় করার পরে পুরাতন হওয়ার সাথে সাথেই সেটি আস্তে আস্তে ধীরগতিসম্পন্ন হবে এটাই নিয়ম। কারনএকটি জিনিস অনেকদিন ধরে ব্যবহার করলে সেটি পূর্বের তুলনায় একটু কম কাজ করবে এটাই স্বাভাবিক।তবে আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে মোটামুটি অনেক দিন পর্যন্ত আপনার ল্যাপটপটি ভালো সার্ভিস প্রদান করে যাবে।

কিভাবে ল্যাপটপকে ফাস্ট করানো যায়?

আপনি দুইভাবে আপনার ল্যাপটপকে ফাস্ট করাতে পারবেন।

প্রথমত অনেকদিন ব্যবহার করার কারণে ল্যাপটপের মধ্যে বিভিন্ন ধরনের কুকি জমা হয়ে যায়। যার জন্য ল্যাপটপ অনেক স্লো কাজ করে। তাই আপনাকে নিয়মিত নতুন করে উইন্ডোজ মারতে হবে। আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে আপনার ল্যাপটপ চালু হবে তাই কমপক্ষে দুই তিন মাস পর পর একবার উইন্ডোজ মারবেন।

দ্বিতীয়ত হচ্ছে আপনার ল্যাপটপটি যদি হার্ডড্রাইভ থাকে তাহলে সেটি পরিবর্তন করে ফেলুন। কারণ হার্ড ড্রাইভ ব্যবহার করলে সামান্য ব্যবহার করে ল্যাপটপ চালু হয়ে যায়। তাই বাজার থেকে দুই থেকে আড়াই হাজার টাকার মতো থেকে এটি এসএসডি কার্ড কিনে আনুন।ssd ব্যবহার করার ফলে আপনার ল্যাপটপটি পুনরায় নতুনের মত স্পিড দেওয়া শুরু করে দিবে।


বাজারে বিভিন্ন ধরনের ssd পাওয়া যায়। তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো যেগুলোতে ওয়ারেন্টি দেওয়া থাকে সেগুলো কিনবেন। আরও একটা উপায় হল যদি ল্যাপটপের মধ্যে একটি ক্লিনার না থাকে তাহলে ক্লিনার ব্যবহার করুন এতে আপনার ল্যাপটপের  অপ্রয়োজনীয় যত ফাইলে আছে সেগুলো খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন।


এছাড়া  মাঝে মাঝে ল্যাপটপটি রিস্টার্ট করবেন তাহলে আপনার ল্যাপটপের যাবতীয় যত সফটওয়্যার গুলা আছে সবগুলা অফ হয়ে পুনরায় চালু হওয়ার সুযোগ পাবে। যার ফলে অনেকগুলো সফটওয়্যার একসাথে রান থাকলে সেগুলো অফ হয়ে যাবে এবং ল্যাপটপ অতিরিক্ত প্রেসার থেকে মুক্ত থাকবে।