Header Ads

Laptop Sound Not Working খুভ সহজেই সমধান করুন।

 

Laptop Sound Not Working  খুভ সহজেই সমধান করুন।

 আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভাল আছি।

ল্যাপটপের একটি কমন সমস্যা হলো মাঝেমধ্যেই সাউন্ড অফ হয়ে যাওয়া। কিছুদিন আগে আমিও এরকম একটি সমস্যার মধ্যে পড়েছিলাম। সমস্যাটি হল ল্যাপটপের সবকিছু ঠিক ছিল কিন্তু হুট করেই ল্যাপটপের সাউন্ড আসছে ছিল না।ইউটিউবের ভিডিও চললেও সেখানে কোন প্রকার শব্দ শোনা যাচ্ছিল না।

তো অনেক ঘাটাঘাটি করে একটা সমস্যা সমাধান পেলাম যেটার মাধ্যমে খুব সহজেই , আপনি যদি এ রকম সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে সেটা থেকে উদ্ধার হতে পারবেন ।যদি কিনা আপনার ল্যাপটপের স্পিকার কোন ধরনের সমস্যা না হয়ে থাকে।

ল্যাপটপের সাউন্ড বন্ধ হওয়ার কারণ কি?

ল্যাপটপ ব্যবহার করলে অনেক সময় তাড়াহুড়া করার কারণে পাওয়ার বাটন ব্যবহার করে ল্যাপটপ অফ করে দেই।

কিভাবে আমি সমস্যাটি তৈরি হয় সেটি খুঁজে পেলাম সেটা আগে আপনাদের একটু বলে দিন। একদিন আমি কাজ করতে করতে চোখে প্রচুর পরিমাণে ঘুম চলে আসে তারপর পাওয়ার বোতাম চেপে ল্যাপটপ বন্ধ করে দেই। সকাল বেলা যখন আমি ল্যাপটপ ওপেন করি কাজ করার জন্য তখন দেখি সবকিছু চলল আমার ল্যাপটপের সাউন্ড চলছে না অর্থাৎ ভিডিও সেখান থেকে কোনপ্রকার অডিও পারছিলাম না।

এরপরে সমস্যাটি সমাধান করি যদিও তখন আমি শিওর ছিলাম না যে এই কারণেই সমস্যাটি হয়ে থাকে তারপরে আরো একদিন এরকম করার ফলে আমার ল্যাপটপের সাউন্ড সিস্টেমকে আবার বন্ধ হয়ে গিয়েছিল।

তাই যারা এই সমস্যার মধ্যে পড়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে কিছুটা সময় বেশি লাগলেও আপনারা ম্যানুয়ালি ল্যাপটপ বন্ধ করবেন।

 

ল্যাপটপের সাউন্ড সিস্টেম কাজ না করলে। শব্দ সোনা না গেলে কি করনীয়?

1.ল্যাপটপে উইন্ডোজ টেন হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আপনি ল্যাপটপের টাচপ্যাড বারে গিয়ে সার্চ করবেন troubleshoot Setting

 

 

২.troubleshoot সেটিং এ ক্লিক করার পরে পুনরায় আবার troubleshoot যাবেন।

 

 

৩. দেখবেন এখানে অনেক কিছু রয়েছে কোন কিছুই ধরবেন না আপনারা সরাসরি চলে আসবেন additional troubleshooters এ অপশনটি দেখার পর এখানে ক্লিক করবেন

 

 

৪. তারপর দেখবেন playing audio একটি অপশন আছে। এই সেটিংস টি তে ক্লিক করবেন।

 

 

৫. এরপর run the troubleshooter অপশনটিতে ক্লিক করবেন.

 

 

 

তারপরে আপনাকে আর কোন কাজ করতে হবে না কম্পিউটার টিপা ল্যাপটপকে নিজে নিজেই ডিটেকটিভ প্রবলেমটা খুঁজে বের করবে। তারপর ইয়েস ওপেন অডিও ইনহ্যান্সমেন্ট অপশনটিতে ক্লিক করবেন।

 

 

 

আশাকরি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে।

সম্পূর্ণ কাজটি হয়ে গেলে পিসিটি বন্ধ করে পুনরায় চালু করবেন ইনশাআল্লাহ আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না। যদি আবার এরকম হয় তাহলে পুনরায় একইভাবে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন।

 

এরকম কম্পিউটার এর সমস্যা নিয়ে নতুন নতুন আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

No comments

Powered by Blogger.