শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দেশের সব ম্যাটস বন্ধ ঘোষণা
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দেশের সব ম্যাটস বন্ধ ঘোষণা
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গতকাল বুধবার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ‘অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব সরকারি-বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হোস্টেল ত্যাগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।’ আদেশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটু মিয়া আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ম্যাটস খুলে রাখার পরিস্থিতি ছিল না বলে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তে বলা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হচ্ছে। শিগগিরই ম্যাটস খুলে দেওয়া হবে।
এর আগে ৩ অক্টোবর ঢাকায় অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সামনে চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ম্যাটসের শিক্ষার্থীরা। কর্মসূচিতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। কিন্তু মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ মারধর করে তাঁদের তুলে দেয়। এ সময় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন। এ ঘটনার পর গতকাল দেশের সব ম্যাটস বন্ধ ঘোষণা করা হয়।
ফরিদপুর ম্যাটসের শিক্ষার্থী মো. সিয়াম বলেন, ৩ অক্টোবর ঢাকায় অনশন কর্মসূচি পালন করতে গিয়েছিলেন ও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। কিন্তু রাতে পুলিশ অতর্কিতে শিক্ষার্থীদের ওপর হামলা করে তাঁদের সরিয়ে দেয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান, চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছর ইন্টার্নশিপসহ অসংগতিপূর্ণ কোর্স-কারিকুলাম সংশোধন করা, এলাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন করা।
No comments