ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে গেছে মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থার পক্ষ থেকে সাথে উদ্ধার কার্যক্রম
গতকাল বন্যা পরিস্থিতির অবনতি হওয়া মাত্রই ১০০ পরিবারের জন্য শুকনো খাবার ও ওষুধের ব্যবস্থা করে ফেলেছিলাম আমরা, যখন আমাদের ফান্ড ছিল শূন্য। শুধু আপনাদের উপর বিশ্বাসের জোরেই এই সাহস দেখাতে পেরেছিলাম। আজ সেই আমরা ১০০ পরিবারের পর ঈশ্বরের আশীর্বাদে কাল ৩০০+ পরিবারের কাছে ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছে যাবো মহর্ষি দয়ানন্দ দাতব্য সংস্থার পক্ষ থেকে ৷ সেই সাথে আজকে রাতে ইঞ্জিন চালিত বোটের মাধ্যমে চলছে উদ্ধার কার্যক্রম, যা আগামীকালও চলমান থাকবে৷
ফেনী, নোয়াখালি, চট্টগ্রাম, মৌলভীবাজার সহ বিভিন্ন স্থান থেকে সাহায্য আর কান্নার আকুতি ভেসে আসছে ৷ আমরা তাদের নিকট পৌছাতে চাই ৷ আমরা ৩০০+ পরিবারেই সাহায্য দান করে থামতে চাইনা, যেতে চাই হাজার ছাড়িয়ে... যতটুকু করা যায়।
এই ত্রাণকার্যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। আপনারা সকলে এগিয়ে আসুন দুর্ভাগা বন্যার্তদের পাশে ৷
সকল সৌভাগ্যের প্রদাতা পরমেশ্বর আমাদের সঠিক পথে পরিচালনা করুন।
No comments