Header Ads

৪৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রাম নগর ও দুই পার্বত্য জেলার যেসব এলাকায়

 

চট্টগ্রাম নগরী ও পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ সংযোগ। এ দু’দিনে উন্নয়ন ও জরুরি মেরামত কাজ করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

রোববার (২৩ ফেব্রুয়ারী) ও সোমবার (২৪ ফেব্রুয়ারী) অনেক এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এক বিজ্ঞপ্তিতে বিপিডিবি জানিয়েছে, রোববার (২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীসহ পার্বত্য জেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সকাল ৬টা থেকে দুপুর ১টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-স্টেডিয়ামের আওতাধীন ১১ কেভি এইচ-০৪, ১১ কেভি এইচ-১২, ১১ কেভি এইচ-১৩, ১১ কেভি এইচ-১৪ নূর আহম্মদ সড়ক, রাবেয়া রহমান গলি, নেভাল এভিনিউ, লাভ লেইন, আবেদীন কলোনি, আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়, জুবলি রোড, এনায়েত বাজার, তিন পোলের মাথা, বাটালি রোড, গোয়াল টলি লেইন, গোয়াল পাড়া এবং পার্শ্ববর্তী এলাকা। নূর আহম্মদ সড়ক, নেভাল এভিনিউ, পুরাতন বিমান অফিস লেইন, নূর আহম্মদ লেইন, কাজীর দেউড়ি, কাজীর দেউড়ি-১ নম্বর গলি, কাজীর দেউড়ী-২ নম্বর গলি, সার্সন রোড, জয় পাহাড়, ব্যাটারি গলি, বাগমনিরাম রোড, এসএস খালেদ রোড, আসকার দিঘীর পাড়, হেমসেন লেইন, দোস্ত কোলোনী মসজিদ এবং পার্শ্ববর্তী এলাকা।


সকাল ৭টা থেকে সকাল ১১টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাটের আওতাধীন মাদামবিবিরহাট ৩৩/১১ কেভি ১১ কেভি সকল ফিডার খাদেমপাড়া, মার্কেন্টাইল ব্যাংক রোড, রহিম হাজিরখিল, লালবেগ, সালেহ কার্পের, কদম রসুল বাজার, রাইজিং, বালুর রাস্তা, জঙ্গল ভাটিয়ারী, বিএমএ গেইট, বিএসবি হাসপাতাল, ভাটিয়ারী রেল স্টেশন, সামনি পাড়া, ভাটিয়ারী শহীদ মিনার, মিত্র বাড়ি, দাস পাড়া রোড, শীতলপুর, ক্রিস্টাল শিপইয়ার্ড রোড, মদনহাট টেম্পু স্টেশন পশ্চিম পাশ।


সকাল দুপুর ১২টা থেকে ৪টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-ফৌজদারহাটের আওতাধীন ফৌজদারহাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি সকল ফিডার ফকিরহাট, আব্দুল্লাহ ঘাটা পূর্ব পাশ, ফকিরহাট কাঁচা বাজার, মধ্যম ছলিমপুর, বায়েজিদ লিংক রোড, পাক্কার মাথা পূর্ব পাশ, বিআইটিআইডি হসপিটাল, টিবি হসপিটাল সত্বর ও কেন্দ্রীয় ভাণ্ডার ফৌজদারহাট, জলিল সিডিএ আ/এ, জঙ্গল সলিমপুর, বানুর বাজার, জলিল বাজার, টোবাকে গেইট, ফৌজদারহাট ডিসি পার্ক, পোর্ট কানেকটিং রোড সংলগ্ন।

সকাল ৯টা থেকে ১২টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরার আওতাধীন ৩৩/১১ কেভি ট্রান্সফরমার-১ মোহরা-০৪, মোহরা ১০, মোহরা ১১, মোহরা-১৪ ইব্রাহিম ম্যাচ ফ্যাক্টরি, বাহির সিগন্যাল, উত্তর মোহরা, ওয়াসা বালুর টাল, পূর্ব মোহরা, ওয়াসা রোড, পুরাতন কালুরঘাট, কালুরঘাট, জেটি রোড, খেজুর তলা, মৌলভী বাজার, কামাল বাজার, কাজীর হাট, ওসমান সিকদার, বাড়ি, রশিদ বাড়ি, মদুনাঘাট বাজার, রহমানিয়া সেতু, দক্ষিণ মাদার্শা, ব্রাহ্মণ হাট, চিনার পোল, পূর্ব শিকার পুর, বিনয় মিস্ত্রি বাড়ি।


অধীনে কাপ্তাই ৩৩/১১ কেভি উপকেন্দ্র, ৩৩ কেভি চন্দ্রঘোনা-কাপ্তাই, কান্তাই ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার এবং এলাকা কাপ্তাই, বরইছড়ি, শীলছড়ি, চিৎমরম, নিশ্চিন্তপুর, সাপছড়ি, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই আর্মি ক্যাম্প, কাপ্তাই নেভি ক্যাম্প, কাপ্তাই বিজিবি ক্যাম্প, ৭.৪ মে.ও.পি, কাপ্তাই সোলার বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই প্রকৌশল একাডেমি এবং তৎসংলগ্ন বিদ্যুতায়িত এলাকাসমূহ। বিলাইছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার এবং এলাকা বিলাইছড়ি, জুড়াছড়ি, বরকল উপজেলা।

সকাল ৮টা থেকে ৪টা : বিতরণ বিভাগ-রাঙ্গামাটির আওতাধীন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহের অধীনে কাপ্তাই ৩৩/১১ কেভি উপকেন্দ্র, ৩৩ কেভি চন্দ্রঘোনা-কাপ্তাই, কান্তাই ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার এবং এলাকার কাপ্তাই, বরইছড়ি, শীলছড়ি, চিৎমরম, নিশ্চিন্তপুর, সাপছড়ি, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই আর্মি ক্যাম্প, কাপ্তাই নেভি ক্যাম্প, কাপ্তাই বিজিবি ক্যাম্প, ৭.৪ মে.ও.পি, কাপ্তাই সোলার বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই প্রকৌশল একাডেমি এবং তৎসংলগ্ন বিদ্যুতায়িত এলাকাসমূহ। বিলাইছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার এবং এলাকার বিলাইছড়ি, জুড়াছড়ি, বরকল উপজেলা।

সকাল ৮টা থেকে ৫টা : বিতরণ বিভাগ-খাগড়াছড়ির আওতাধীন খাগড়াছড়ি ঠাকুরছড়া-মাটিরাঙ্গা ৩৩ কেভি লাইন।

সকাল ৮ টা থেকে ৩টা : বিক্রয় ও বিতরণ বিভাগ-মোহরার আওতাধীন ১১ কেভি অনন্যা-১০ কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোল পোল, ভরা পুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বায়ুয়া, নেয়ামত আলী রোড, বড় বাড়ি, পূর্ব শিকারপুর এলাকা।

২৪ ফেব্রুয়ারি, সকাল ৮টা থেকে বিকাল ৪টা : বিতরণ বিভাগ-রাঙ্গামাটির আওতাধীন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহের অধীনে কাপ্তাই ৩৩/১১ কেভি উপকেন্দ্র, ৩৩ কেভি চন্দ্রঘোনা-কাপ্তাই, কান্তাই ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার এবং এলাকার কাপ্তাই, বরইছড়ি, শীলছড়ি, চিৎমরম, নিশ্চিন্তপুর, সাপছড়ি, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই আর্মি ক্যাম্প, কাপ্তাই নেভি ক্যাম্প, কাপ্তাই বিজিবি ক্যাম্প, ৭.৪ মে.ও.পি, কাপ্তাই সোলার বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই প্রকৌশল একাডেমি এবং তৎসংলগ্ন বিদ্যুতায়িত এলাকাসমূহ। বিলাইছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ফিডার এবং এলাকার বিলাইছড়ি, জুড়াছড়ি, বরকল উপজেলার সকল বিদ্যুতায়িত এলাকা।

এছাড়া শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর বেশ কিছু এলাকাসহ ২ পার্বত্য জেলায় উন্নয়ন ও মেরামত কাজের জন্য বেশ সময়জুড়ে বিদ্যুৎ ছিল না।





No comments

Powered by Blogger.